ভোটের পর দলবেঁধে ধর্ষণ, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ সন্তানের জননীকে গণধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ সাজার দাবিতে মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সচেতন ছাত্র সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর কলেজ, মহিলা কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

মানবন্ধনে বক্তারা বলেন, গৃহবধুকে ধর্ষণকারী সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

উল্লেখ্য, ভোট কেন্দ্রে বিতণ্ডার জের ধরে রোববার দিবাগত রাত ১২টার দিকে ঘরের দরজা ভেঙে ভিকটিমের ঘরে ঢোকে স্থানীয় সন্ত্রাসী সোহেল, স্বপন, চৌধুরী, বেচুসহ ১০জন। তারা ঘরে ভাঙচুরের পর ভিকটিমের স্বামীকে মারধর ও ৪ সন্তানকে বেঁধে রেখে ফেলে। পরে ভিকটিমকে উঠানে নিয়ে পালাক্রমে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালায়। এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে ৯জনকে আসামি করে মামলা দায়ের করেন।