লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিভিন্ন সময়ে লিবিয়ায় আটকে পড়া ২৩৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার সব ব্যবস্থা নিয়েছে সরকার। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহায়তা নিয়ে এরই মধ্যে ১৫৭ জনকে আজ বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় একটি চার্টার্ড ফ্লাইটে (ইউজেড ২১৮) দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরকেও খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

ওই বার্তায় বলা হয়েছে, লিবিয়ায় সরকারসমর্থক এবং সরকারবিরোধী বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনী নিজেরা নিজেরা বিভিন্ন এলাকার কর্তৃত্ব দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে যার ফলে রাষ্ট্রীয়ভাবে জরুরি অবস্থা (স্টেট অব এলার্ট) জারি করা হয়েছে। চলমান এই ঘটনায় বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তার বিষয়ে সচেষ্ট রয়েছে।

ইতোমধ্যে দূতাবাসের ফেইসবুক পেজে সকল বাংলাদেশি প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করে সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে যেকোনো সময়ে বাংলাদেশি কর্মীদের সহায়তাকল্পে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক কন্ট্রোলরুম খুলেছে।