মিয়ানমারের উপর বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

রাখাইন রাজ্য থেকে সেনাবাহিনীর হামলা-নির্যাতনের মুখে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বলপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনায় মিয়ানমারের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় ইউনিয়নের তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটা হলে বিশ্বের সবচাইতে বড় বাণিজ্যিক বাজার থেকে শুল্কমুক্ত সুবিধা হারাতে হতে পারে মিয়ানমার।