মানিকগঞ্জে পরিবহন ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে পরিবহন সেক্টরের ক্ষমতাসীন দলের নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে আগামী ২৮ মার্চ জেলায় ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন করেছে অপর পক্ষের মালিক শ্রমিকরা।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের নেতৃবৃন্দসহ বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠন অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে সংগঠনের সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল জলিল, পদ্মা লাইনের মালিক সমিতির সভাপতি আব্বাস উদ্দিন, ঘিওর উপজেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোরতাজ বেপারী, দৌলতপুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাটুরিয়া মালিক সমিতির সহসভাপতি নাসির উদ্দিন, জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক কাউযুম খান ও নান্নু মিয়া।

বক্তারা আগামী ২৮ মার্চ ধর্মঘট ডাকার প্রতিবাদ জানিয়ে ওই দিন তা প্রতিহত করার ঘোষনা দেন। সেই সাথে জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকারকে চাঁদাবাজ উল্লেখ করে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সম্প্রতি ৫ দফা দাবিতে ঢাকার গাবতলী বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আগামী ২৮ মার্চ মানিকগঞ্জ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

পরিবহণ সেক্টর নিয়ন্ত্রনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে মানিকগঞ্জে মালিক ও শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৯ মার্চ ২০১৮/ লিটন