মানিকগঞ্জে তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে প্রখ্যাত চলচ্চিত্র নির্মতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোঁকা এলাকায় দুর্ঘটনাস্থলে তারেক-মাসুদের স্মৃতি ফলকে পুস্পস্তবক অপর্ণ করে মানিকগঞ্জ প্রেসক্লাব,তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও বেসরকারী এনজিও সংস্থা বারসিক সহ নানা সামাজিক সংগঠন।

এরপর নিরাপদ সড়কের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তাদের স্মরণে রাস্তার পাশে গাছ লাগানো হয়।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট এই দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সালজানা গ্রামে কাগজের ফুল ছবি স্যুটিং স্পট থেকে ঢাকা ফেরার পথে তারেক মাসুদ-মিশুক মুনীরের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চিত্র পরিচালক তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর, মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ আগষ্ট ২০১৮/ নিউজ ডেস্ক