ভূমিহীন ভূমিমন্ত্রী, থাকেন স্ত্রীর বাসায়

নিজের বাসভবন বা কোনো দালান নেই, তাই স্ত্রীর বাড়িতে থাকেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। এ ছাড়া পাঁচ বছর আগে নিজের নগদ কোনো অর্থ না থাকলেও বর্তমানে তার ১ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকা। অর্থাৎ শূন্য থেকে পাঁচ বছরেই কোটিপতি বনে গেছেন এই মন্ত্রী। একাদশ ও দশম সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করেই এ তথ্য পাওয়া গেছে।

একাদশের জন্য দাখিল করা হলফনামার বিবরণীতে দেওয়া রয়েছে, পৈতৃক সূত্রে ৬০ বিঘা কৃষিজমি রয়েছে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের। কিন্তু এগুলোর মূল্য উপস্থাপন করা হয়নি। এ ছাড়া কোনো জমি নেই তার। তবে স্ত্রীর নামে ঈশ্বরদীতে একটি বাড়ি ও মহাখালীতে একটি ফ্ল্যাট রয়েছে।

অস্থাবর সম্পদের মধ্যে ভূমিমন্ত্রীর নগদ ১ কোটি ৩১ লাখ ৮ হাজার টাকা রয়েছে, যা গতবার ছিল শূন্য। এ ছাড়া ৯৩ লাখ ১৯ হাজার টাকা দামের একটি গাড়ি রয়েছে তার। আর ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অলঙ্কার, আসবাব ও ইলেকট্রনিক্স রয়েছে। এদিকে পাঁচ বছর আগে মন্ত্রীর স্ত্রীর নামে কোনো অস্থাবর সম্পদ না থাকলেও বর্তমানে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণ, ১ লাখ ৮০ হাজার টাকার ইলেকট্রনিক্স ও ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রয়েছে।