খালেদা জিয়ার আপিলের রায় বিকেলে

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের বৈধতা প্রশ্নে আপিল শুনানী স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বিকালে। আজ বিকাল ৫টার পর নির্বাচন কমিশন আপিলের রায় জানাবে।

গত ২রা ডিসেম্বর সংশ্লিষ্ট রিটার্নিং কমকর্তারা যাচাই-বাছাইয়ে তিনটি আসনে মনোনয়নপ্রত্যাশী খালেদা জিয়ার সবক’টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তার পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়। আজ শুনানী নিতে গিয়ে কিছু সময়ের জন্য স্থগিত করে নির্বাচন কমিশন।

খালেদা জিয়ার আইনজীবি জয়নুল আবেদীন আজ বলেন, সাজার কারণে নয়, আরপিও ১২/১/ঘ ধারার বলে নির্বাচন আচরণবিধি লংঘনের কারণে খালেদা জিয়ার মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

এর আগে আপিল শুনানী স্থগিত করা হয় চট্টগ্রাম-৪ আসনে বিএনপির আসলাম চৌধুরীর, টাইঙ্গাইল-৮ ও ৮ আসনের বঙ্গবীর কাদের সিদ্দিকীর।