বীরগঞ্জে কীটনাশক কারখানায় দুই লাখ টাকা জরিমানা

মোঃ তোফাজ্জল হায়দার,দিনাজপুর :  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ছোট বোচাপুকুর গ্রামে  মৃত নুরুল হক মাষ্টারের ছেলে শহিদুল ইসলামের বাড়িতে নকল কীটনাশক তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।

রবিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল দীর্ঘদিন ধরে ওই বাড়িতে চুন দ্বারা থিওভিটসহ বিভিন্ন নকল কীটনাশক তৈরি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রাতে ওই বাড়িতে অভিযান চালায়।ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে শহীদুল বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমান আদালত বাড়িতে তল্লাশী চালিয়ে বেশ কিছু নকল কীট নাশক ও নকল কীট নাশক তৈরীর মালামাল জব্দ করেন। একই সাথে শহিদুলের  অনুপস্থিতিতে তার শশুর দেবীপুর গ্রামের আব্দুর রৌফ আমিন (৭০), স্ত্রী মুসলিম বেগম (৩২) ও ৩ শিশু সন্তানকে  আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ বছরের কারাদন্ডের রায়ে শহিদুল জরিমানার টাকা পরিশোধ করলে আটকদের ছেড়ে দেওয়া হয়।

সব খবর/ দিনাজপুর/ ২৯ জানুয়ারি ২০১৮/ লিটন