প্রিজাইডিং অফিসারসহ ২২ যাত্রী নিয়ে মুন্সীগঞ্জে ট্রলার ডুবি

নির্বাচন ডিউটি শেষে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে প্রিজাইডিং অফিসারসহ ২২ জনের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার ইউসিবি ব্যাংকের ম্যানেজার বোরহান উদ্দিন এবং একজন নারী আনসার সদস্য ও একজন পুরুষ আনসার সদস্য নিখোঁজ রয়েছেন।

রোববার সন্ধ্যার পর মুন্সিগঞ্জের চর হোগলায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পর কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করেছে।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, সোনারগাঁও উপজেলার প্রত্যন্ত এলাকা চর হোগলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে প্রিজাইডিং অফিসারসহ ২২ জন ট্রলারযোগে সোনারগাঁও ফেরার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়েন। এ সময় ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্য এসে ১৯ জনকে জীবিত উদ্ধার করে। এখন পর্যন্ত সহকারী প্রিজাইডিং অফিসারসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড সদস্যরা এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে।