খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

খাগড়াছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আমির হোসেন (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে খাগড়াছড়ি-ফেনী সড়কের আঁধার মানিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আমির হোসেন বড়থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গুইমারা সদরের দার্জিলিং টিলা এলাকার সিরাজ মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে ফেনী থেকে গুইমারা নিজ বাড়িতে ফেরার পথে খাগড়াছড়ি-ফেনী সড়কের আঁধার মানিক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন তিনি। পরে পেছনের দিক থেকে সিএনজিতে আসা আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগড় থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষকের মরদেহ রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এদিকে প্রিয় সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে তাকে একনজর দেখতে হাসপাতালে ভিড় করেছেন রামগড় ও গুইমারা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।