মানিকগঞ্জে ছাপাখানায় অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকায় এসআর প্রিন্টিং প্রেস নামের একটি পাঠ্যপুস্তক ছাপাখানায়  অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সোয়া ৮ টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার ষ্টেশনের দুইটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রেসের সত্ত্বাধিকারী মোহাম্মদ শাহজালাল জানান, আগুনে প্রেসে থাকা প্রায় ২৫ লাখ টাকার বই পুড়ে গেছে। এই প্রেসে চুক্তির মাধ্যমে সরকারী পাঠ্যপুস্তক ছাপানোর কাজ করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জান্নাতুল ইসলাম নাঈম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সব খবর/  মানিকগঞ্জ/ সাটুরিয়া/ ২০ জানুয়ারি ২০১৮/ লিটন