স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ ও ঘিওরে গাঁজা সেবনের দায়ে দুইজনকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরদার ও ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার পৃথকভাবে এই জরিমানা করেন।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গাঁজা সেবন অবস্থায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া গ্রামের সোহরাব মিয়ার ছেরে সুজনকে (২৪) বাংলাদেশ হাট সিক্স মার্কেটের পেছন থেকে পুুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল প্রদান করেন।
অপরদিকে ঘিওর উপজেলার বাতেন্দ্র গ্রামের আ: জব্বারের ছেলে সোহেল মিয়াকে তেরশ্রী বাজার হতে গাজা সেবন অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ১০ জুন ২০১৮/ লিটন