পার্থ হাসান, পাবনা : পাবনার বেড়া উপজেলার তেঘরি গ্রামে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে ইজ্জত আলি (২৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের দাবী ইজ্জত আলী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী। সে একই উপজেলার হাটুরিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর পিপিএম জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের একটি টহল দল বৃশালিখা তেঘরি গ্রামের পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় তারা একদল দুর্বৃত্ত রাস্তায় কাঠের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতিরত অবস্থায় দেখলে, তাদের পিছু ধাওয়া করেন। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতবোমা নিক্ষেপ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে,উভয় পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পিছু হটে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইজ্জতকে পড়ে থাকতে দেখে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় সাটারগান, ৪ রাউন্ড কার্তুজ, ৬০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নিহত ইজ্জত একজন কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকের ১৪ টি মামলা রয়েছে।
সব খবর/ পাবনা/ ২৮ মে ২০১৮/ লিটন