জেড এ মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজার এলাকার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মির্জা সালাহ উদ্দিন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। এসময় বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন।

রাতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সব খবর/ ঝিনাইদহ/ ১০ মার্চ ২০১৮/ লিটন