ইউপি সদস্যর বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদের সদস্য মামুন হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার দ্বিমুখা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী সংগ্রাম, করিম মিয়া, জুয়েলসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।

মানববন্ধনে দ্বিমুখা শাক্ষীপাড়া, কান্দাপাড়া, চন্দনতারা, আতুল্ল্যা, মনোহরপুর, মুন্সিরচর গ্রামের মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য মামুন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সে সাটুরিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকার উঠতি বয়সী ছেলে ও মেয়েদের দিয়ে মাদক বিক্রি করে থাকে। তার কথার বাইরে গেলে সে মাদক দিয়ে পুলিশ দিয়ে সাধারণ মানুষকে হয়রানিও করে থাকে।

বক্তারা আরো বলেন, আওয়ামীলীগের নেতা পরিচয় দিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাই তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সব খবর/ ঢাকা/ ৬ এপ্রিল ২০১৮/ লিটন