Instagram এ ছবির স্ক্রিনশট তুললেও নোটিফিকেশন  যাবে না

প্রযুক্তি ডেস্ক: বর্তমান যুগে জনপ্রিয়তার শীর্ষস্থানে রয়েছে Instagram.

Instagram এর নতুন ফিচার আসার পর আপনি যদি কারো Instagram আইডি থেকে ছবির স্ক্রিনশট তুলেন তাহলে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। এ পদ্ধতি আগে না থাকল্ওে নতুন আপডেটের পর দেখা যাচ্ছে।কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যদি ডাটা কানেকশন বন্ধ করে স্ক্রিনশট তুলেন তাহলে কোন নোটিফিকেশন যাবে না।

সব খবর/ প্রযুক্তি ডেস্ক/ ১৮ ফেব্রুয়ারি ২০১৮/ আসাদ লিমন