স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ হাজার ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। এসময় পুলিশ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার রামকান্তপুর গ্রামের গফুর মিয়ার ছেলে আবদুল্লাহ আল মামুন ও দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের খায়ের মোল্লার ছেলে মহিদুল মোল্লা।
রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। ওইসময় শহরের সেওতা এলাকা থেকে ২১৬ পিচ ইয়াবাসহ দুইজনকে আটকের পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের নারাঙ্গাই এলাকায় অভিযান চালিয়ে আরো ৪৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত দুই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৮ মার্চ ২০১৮/ লিটন