বিনোদন ডেস্ক: দীর্ঘ ৩০ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই হার্টথ্রব তারকা সালমান ও রেখা-কে। নবনিয়াত সিং এর ‘ইয়ামিলা পাগলা দিওয়ানাঃ ফির সে’ ছবিতে দেখা যাবে তাঁদের দুজনকে।
ছবিটি ২০১১ সালে মুক্তি পাওয়া ইয়ামিলা পাগলা দিওয়ানা ছবির সিক্যুয়েল। ‘ইয়ামিলা পাগলা দিওয়ানাঃ ফির সে’ ছবির একটি গানে সালমান, সোনাক্ষির পাশাপাশি সত্তরের দশকের হার্টথ্রব রেখাকে একটি নাচের দৃশ্যে দেখা যাবে।
গানটি ‘কাহানি কিসমত কি’ ছবিতে কিশোর কুমারের গাওয়া সুপারহিট গান ‘রাফতা রাফতা দেখ আঁখ মেরি লাড়ি হ্যায়’ এর রিমেক বলে জানান পরিচালক। ওই গানে রেখাকে ধর্মেন্দ্র এর সংগে জুটি গড়তে দেখা গিয়েছিল।
পরিচালক ধর্মেন্দ্রকেও এই গানে ফেরাতে চেয়েছিলেন। কিন্তু সময় দিতে না পারায় শেষ পর্যন্ত রেখাকে নিয়েই ক্ষান্ত হন তিনি।
এদিকে ‘ইয়ামিলা পাগলা দিওয়ানাঃ ফির সে’ তে চমক হিসেবে সোনাক্ষির বাবা অভিনেতা শত্রুঘণ সিনহাকে দেখা যাবে।
উল্লেখ্য, সালমান-রেখা জুটিকে শেষ ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। ‘ইয়ামিলা পাগলা দিওয়ানাঃ ফির সে’ ছবিটি এবছর মার্চের ৩০ তারিখ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সব খবর/ঢাকা/৯ মার্চ ২০১৮/সোহেল