আন্তর্জাতিক ডেস্ক : নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ১২ ঘণ্টার পর পুনরায় চালু হয়েছে আন্তর্জাতিক বিমান চলাচল।
শুক্রবার স্থানীয় সময় পৌনে ১১টার দিকে বিমানবন্দরটিতে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের জন্য রানওয়ে খুলে দেওয়া হয়। খবর কাঠমান্ডু পোস্টের।
এর আগে, বিমানবন্দরটিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ১৩৯ যাত্রী নিয়ে মালয়েশিয়ান একটি বিমান ছিটকে পড়ে। এতে ঘটনার পর পরই রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন টিআইএ’র জেনারেল ম্যানেজার রাজ কুমার। তিনি বলেন, ‘এ ঘটনায় ১২টির মতো আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।’
ম্যানেজার রাজ কুমার বলেন, ‘যদিও বিমানটির কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে এর সামনে চাকাটি কাদায় আটকে গিয়েছিল।’ তবে কোন কারণে বিমানটির জরুরি অবতরণ করা হয় সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি তিনি।
গতকাল কুয়ালালামপুরের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি আকাশে ওড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বিমাবন্দরের আন্তর্জাতিক সবগুলো ফ্লাইট। এসময় ত্রিভুবন বিমানবন্দরে আসা সবগুলো বিমান ঘুড়িয়ে দেওয়া হয়।’
সব খবর/ ঢাকা/ ২০ এপ্রিল ২০১৮/ লিটন