নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঈদে মাঠ সাজানোর জন্য মাত্র ১০০ টাকা চাঁদা নিয়ে প্রতিপক্ষের হাতুড়িপেটায় সোহেল রানা (২৮) নামে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় উপজেলার বনপাড়া রশিদ ডিলারের মোড়ে এ হাতুড়িপেটার ঘটনা ঘটে। নিহত সোহেল মহিষভাঙ্গা গ্রামের খলিলুর রহমান প্রামাণিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য। জানা যায়, রোববার সকালে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লায় ঈদগাহ মাঠ সাজানোর ১০০ টাকা তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সোহেলের সঙ্গে একই গ্রামের রাজিব হোসেনের বাকবিতণ্ডা ও ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে।
সন্ধ্যা ৬টার দিকে সোহেল বনপাড়া রশিদ ডিলারের মোড়ে একটি চা স্টলে বসে ছিলেন। এ সময় রাজিবের নেতৃত্বে ৫-৬ জন যুবক তাকে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে সোহেল মারা যায়। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, সোহেল নামের এক তরুণ নিহত হয়েছেন এটা শুনেছি।