ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামে কৃষক মিলন হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মোঃ গোলাম আযম এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডিতরা হলো, নারিকেলবাড়ীয়া গ্রামের মনছের আলী ও রবিউল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৬ জানুয়ারি রাতে পুর্ব শুত্রুতার জের ধরে সদর উপজেলার নারিকেল বাড়ীয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মিলনকে প্রতিপক্ষরা বাড়ী থেকে ধরে নিয়ে যায়। পরদিন সকালে বাড়ীর পাশের একটি মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১৯ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে ৮ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ ও শুণানী শেষে বৃহস্পতিবার রবিউল ইসলাম ও মনছের আলী নামের দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন বিচারক।
দন্ডিত আসামীর মধ্যে রবিউল ইসলাম পলাতক রয়েছে।
সব খবর/ ঝিনাইদহ/ ১৯ এপ্রিল ২০১৮/ লিটন