নেত্রকোনা সংবাদদাতা: নেত্রকোনা -শ্যামগঞ্জ মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জেলা ডিবি পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তা হচ্ছেন জেলা ডিবি পুলিশের এএসআই মিরাজ। অন্যজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন জানান, নেত্রকোণা-শ্যামগঞ্জ মহাসড়কের শ্যামগঞ্জ এলাকায় চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটির আরোহী এএসআই মিরাজসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান।
সব খবর/ নেত্রকোনা/ ১১ মে ২০১৮/ লিটন