
শীর্ষবাণী,ঢাকা অফিসঃ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কার্য নিবার্হী সংসদের ঢাকায় অবস্থানরত নেতৃবৃন্দের এক সভা ৪মে বৃহস্পতিবার বিকালে স্বাশিপ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্বাশিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর সাজিদুল ইসলাম।
সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় সহ-সভাপতি মেহেরুন্নেছা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা,অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোকসেদুর রহমান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলি, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা জাহান,দফতর সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক গোলাম সারোয়ার,কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাহবুবুর রহমান,সেমিনার সম্পাদক অধ্যক্ষ দিলারা খানম,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সুমনা ইয়াসমিন,ক্রীড়া সম্পাদক মাসুম খান,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ব্রজেন্দ্র নাথ সরকার, নারায়ণ চন্দ্র দাস,খোন্দকার মাহমুদ,মাঈনুদ্দিন ভূঁইয়া প্রমুখ।
সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ,পুর্নাঙ্গ উৎসব ভাতা,বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার জন্য আসন্ন বাজেটে পর্যাপ্ত টাকা বরাদ্দ, ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক নিগৃহীত ও লাঞ্ছনা সহ্য করতে না পেরে চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর বহুমুখী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো.জাহাঙ্গীর আলমের হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়।
এছাড়াও সভায় আসন্ন পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য স্বাশিপ কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট বিভাগ সমুহের নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় অনতিবিলম্বে স্বাধীনতা শিক্ষক পরিষদের মেয়াদোত্তীর্ণ প্রাতিষ্ঠানিক,থানা/ উপজেলা ও জেলা সমুহের সম্মেলন দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।