স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুই জনের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের হরিরামপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ২ জনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার বেলা ১১ টায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার এবং মোঃ নজরুল ইসলামকে ৩০২/৩৪ ধারায় মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান খান। পলাতক এই দুই আসামীর অনুপস্থিতিতেই রায় প্রদান করা হয়।

২০১১ সালের ২৮ নভেম্বর হরিরামপুর উপজেলার কামার ঘোনা গ্রামের ইদ্রিস আলীকে (৩৫) হত্যা করা হয়।

ডিবি পুলিশ বাদী হয়ে নিহতের স্ত্রীসহ ৩ জনকে আসামী করে মামালা দায়ের করে।

আদালত এদের মধ্যে নিহতের স্ত্রী সেলিনা আক্তার এবং মোঃ নজরুল ইসলামকে ফাঁসির আদেশ এবং অপর আসামী দুলালকে বেকসুর খালাস প্রদান করেন।

সব খবর/ মানিকগঞ্জ/ ২০ মার্চ ২০১৮/ লিটন