স্টাফ রিপোর্টার : বাড়ী থেকে ডেকে নিয়ে মানিকগঞ্জ পৌরএলাকার পৌলী গ্রামের রাকিব হোসেন (১৭) নামের দশম শ্রেণীর এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ওই ছাত্র পুরান পৌলী গ্রামের খলিলুর রহমানের পুত্র। সে মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণীর ছাত্র ছিল।
নিহতের পরিবারের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাত ৯টার দিকে রাকিবকে তার বন্ধু স্থানীয় কান্দা পৌলী গ্রামের মোন্নাফ মোল্লার ছেলে মিঠু ও তার কয়েকজন সহযোগী পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
এলাকাবাসী দ্রুত আহত রাকিবকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেক্যিাল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে রাকিব মারা যায়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ রকিবুজ্জামান বলেন, হত্যার কারণ কি তা জানা যায়নি।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৮ মার্চ ২০১৮/ লিটন