ঢাকা অফিস : বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের এপ্রিল (২০২০) মাসের বেতন-ভাতা তোলার শেষ দিন ৭ মে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শীট ডাউনলোড করতে বলা হয়েছে। বেতনের স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০১৯/৮২৯/০৪।
এদিকে বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী রূপালি , সোনালী ও জনতা ব্যাংকে এই চেক পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০) মাদরাসা শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। শিক্ষকদের বেতন-ভাতা তোলার শেষ দিন আগামী ৭ মে। মাদরাসার এমপিও আদেশের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-১৬৯।