সৌদিতে দুর্ঘটনায় সিংগাইরের রাকিব নিহত

স্টাফ রিপোর্টার : সৌদি আরবের রিয়াদে শুক্রবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন সিংগাইরের রাকিব হোসেন (২২)।

রাকিব সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জালাল মিয়ার ছেলে।

জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন নিশ্চিত করে জানান, রাকিব অবিবাহিত ছিলেন, মা- বাবার একমাত্র সন্তান হিসেবে তাদের সংসারে স্বচ্ছলতার আনার জন্য সে সৌদিতে যায়। কিন্তু সংসারের আলো ফুটানোর আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন।

জয়মন্টপ ইউনিয়নের দুর্গাপুর ওয়ার্ড সদস্য মো. আব্দুস সালাম জানান, রাকিবের মৃত্যুর সংবাদ টি মিডিয়া ও তার সহকর্মীদের ফোনের মাধ্যমে বাড়িতে পৌছালে তার পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন। গ্রামবাসী ও তার নিকট আত্বীয় স্বজনরা ভিড় করছেন তার বাড়ীতে।

তবে রাকিবের মরদেহ কবে দেশে আসবে সেটা নিশ্চিত করে কেউ বলতে পারে নি।

উল্লেখ্য সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আট বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের সৌদির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদ বিমানবন্দর সংলগ্ন নূরানী ইউসিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৫ এপ্রিল ২০১৮/ লিটন