সমুদ্র সৈকতে গোসল করতে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই বন্ধুর নাম আরিফুল ইসলাম এবং রফিক। তারা কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০১৫ ব্যাচের শিক্ষার্থী।
কক্সবাজার জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোসল করতে নেমে নিখোঁজদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। তার নাম আহমেদ কাদের। তার অবস্থা গুরুতর। আরও দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে লাইফগার্ড, বিচ কর্মী ও টুরিস্ট পুলিশের সমন্বয়ে উদ্ধার কাজ চলছে।