সিডনিতে সাংবাদিক ফজলুল বারীর ছেলের মৃত্যু

সিডনি প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে অমর্ত্য (২১) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে ইয়াগুনার বাসায় হঠাৎ বমি করতে করতে হার্ট আ্যটাক করেন। এরপর অ্যাম্বুলেন্স কল করলে প্যারামেডিক চেষ্টা করেও তাকে ফেরাতে পারেনি।

অমর্ত্য ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতিতে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছিলেন। তিনি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন।

ফজলুল বারীর ভগ্নিপতি জাবেদ জানান, অমর্ত্য বাসাতেই মারা গেছেন। ফরেনসিক বা ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হতে দু-তিন দিন লাগবে। তারপরে জানাজা এবং দাফনের দিনক্ষণ জানা যাবে।

ছেলের মৃত্যুতে মুষড়ে পড়া অমর্ত্যের মা বললেন, ‘বড় ছেলেটা সংসারের অনেক কিছুর দায়িত্ব নিতে শিখে গিয়েছিল। হঠাৎ হারিয়ে গেল। আপনারা আমার ছেলেটার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।’

অমর্ত্যের মৃত্যুতে সিডনিতে শোকের ছায়া নেমে আসে। অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব অমর্ত্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।