সিংগাইর থেকে অপহৃত কিশোর উদ্ধার

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে গত মঙ্গলবার কিশোর জাহিদুর ইসলামকে অপহরণ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামি শনিবার বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ওই চার আসামি হলেন, সিংগাইর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রাজু মন্ডল (২৪), একই উপজেলার বেগুনটেউরী গ্রামের রানা মোল্লা (২৩), পূর্ব লক্ষ্মীপুর গ্রামের বিল্লাল হোসেন (২৪) এবং চাঁদপুরের মতলব উপজেলার দক্ষিণ এখলাসপুর গ্রামের হাসান প্রধান (২৪)। তাঁদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদুল (১৩) সিংগাইর বানিয়ারা খালপাড় গ্রামের কুদরত আলীর ছেলে। সে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে।

মামলার এজাহার, সিংগাইর থানার পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটার দিকে কাজে যেতে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় জাহিদুল। পথে লক্ষ্মীপুর এলাকা থেকে সিঙ্গাইরের ওই চার যুবক জাহিদুলকে অপহরণ করে চাঁদপুর নিয়ে যায়। পরের দিন বুধবার বেলা একটার দিকে অপহরণকারীরা জাহিদুলের বাবার মুঠোফোনে কল করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অন্যথায় তাঁর ছেলেকে হত্যা করে লাশ গুম করা হবে। এর প্রেক্ষিতে ওই দিন বিকেলে দুই দফায় রিকশাচালক কুদরত একটি বিকাশ নম্বরে ১১ হাজার টাকা পাঠায়। তবে তাঁর ছেলের কোনো সন্ধান না পাওয়ায় বুধবার রাতে সিংগাইর থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা করেন কুদরত আলী।

মামলার তদন্তকর্মকর্তা সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, প্রযুক্তি ব্যবহার করে ওই বিকাশ নম্বরটি চাঁদপুরের মতলব উপজেলার এখলাসপুর গ্রামের হাসান প্রধানের বাবা ওয়ালিউল্লাহর বলে জানা যায়। এরপর গত শুক্রবার ভোরে মতলব উত্তর থানার সহযোগিতায় এসআই আনোয়ারসহ সিংগাইর থানার পুলিশ সদস্যরা ওই ওলিউল্লাহর বাড়িতে অভিযান চালায়। কিন্তু সেখানে অপহৃত ও অপহরনকারীদের কাউকে না পাওয়া যায়নি। এরপর কৌশলে অপহরণকারী হাসান ও রাজুকে মুঠোফোনে ডেকে এনে গ্রেপ্তার করে পুলিশ। পরে দক্ষিণ এখলাসপুর মেঘনা নদীর পার থেকে অপহৃতাকে উদ্ধার ও অপর দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

এসআই আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে অপহৃত ও চার আসামিকে সিংগাইর থানায় আনা হয়। এরপর গতকাল সকালে আসামিদের মানিকগঞ্জ বিচারিক হাকিম নাজনীন রেহানার আদালতে হাজির করা হয়। এ সময় আসামিরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  বিকেলে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ১০ মার্চ ২০১৮/ লিটন