স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের চারশত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা, কলম ও বিস্কুট বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সামাজিক সংগঠন ইউনাইটেড ফ্রেন্ডস এসোসিয়েশনের পক্ষ থেকে গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংগঠনের পরিচালক মাহবুবুল হক সুমন, গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা হক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজীব হোসেন খান, উত্তর গোলাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ব্যবস্থাপনা কমিটির সভাপতি জালাল উদ্দিন, সংগঠনের সদস্য শিশির, শাকিল, সংগঠক রুবেল, জাকিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সব খবর/ মানিকগঞ্জ/ ২১ এপ্রিল ২০১৮/ লিটন