সিংগাইরে গ্যারেজ মালিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইর থেকে আলমগীর হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল গ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার গোবিন্দল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আলমগীর হোসেন গোবিন্দল উত্তর পাড়া মহল্লার আতরাব হোসেনের ছেলে।

সিংগাইর থানার এএসআই রুবেল হোসেন জানান, নিজের মালিকানাধীন মোটরসাইকেলের গ্যারেজে কাজ করতেন আলমগীর। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই গ্যারেজ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন শেষে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান।

সব খবর/ মানিকগঞ্জ/ ১৮ মে ২০১৮/ লিটন