জাহিদুল হক চন্দন : মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা ছাত্রদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আটক মঞ্জুকে নাশকতামুলক কর্মকান্ডের অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার মধ্যরাতে উপজেলার গোবিন্দল এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, বুধবার রাতে উপজেলার গোবিন্দল এলাকায় নাশকতামুলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল মঞ্জু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই মঞ্জুকে আটক করা হয়।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৪ মে ২০১৮/ লিটন