সাটুরিয়ায় ৬ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ও বুধবার সাটুরিয়া, ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু লুন্ঠিত মালামালও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে ডাকাতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা চকপাড়া গ্রামের মৃত রহিমের পুত্র ডাকাত সর্দার আক্কাস ইঞ্জিনিয়ার (৫৫), দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বাসিয়ারা গ্রামের মৃত চেনরু রায়ের পুত্র নয়ন চন্দ্র রায় (৪২), দৌলতপুর উপজেলার খলসি গ্রামের চান মিয়ার পুত্র আতোয়ার মিয়া (৩০), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বাড়াবিশ গ্রামের জব্বার মিয়ার পুত্র মুকুল (২৮), সাটুরিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র রশির উদ্দিন (৪০), পাবনা জেলার সুজানগর উপজেলার বুলচন্দ্রপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র জমারত আলী খান (৪০)।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে সাটুরিয়া, মানিকগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। এদের বিরুদ্ধে ধামরাই, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় ১২ ডাকাতি মামলা আছে।

তিনি আরো জানান, ডাকাতদের নিকট থেকে স্বর্ণের আংটি, কানের দুল, নগদ ৬ হাজার টাকা, একজোড়া রুপার নুপুর, একটি চেইন ও ৬ টি মোবাইল এবং ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সব খবর/ মানিকগঞ্জ/ ২২ মার্চ ২০১৮/ লিটন