সাটুরিয়ায় দুই ডাকাতসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির মালামাল ক্রয়ের অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়িকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে সাভার, ধামরাই ও আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার শেষে মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, দুই ডাকাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সোহরাব হোসেন ও আব্দুল আজিজের ছেলে আব্দুল মজিদ এবং স্বর্ণ ব্যবসায়ী ঢাকার চৌহাটের ফয়জুদ্দিনের ছেলে জাকির হোসেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাটুরিয়ার কয়লা মজিবরের বাড়ীতে ডাকাতি হয়। পরে এঘটনায় এক লাখ টাকার স্বর্ণালংকারসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সব খবর/ মানিকগঞ্জ/ ২৮ মে ২০১৮/ লিটন