স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক্টর চাপায় মো. ওবায়দুর রহমান (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে সাটুরিয়া বালিয়াটি আঞ্চলিক সড়কের মাজাররোড এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওবায়দুর সাটুরিয়া উপজেলার ধুল্লা গ্রামের মো. সাজাহান মিয়ার ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, সকালে ট্রাক্টর ওই ব্যক্তির মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক গাড়িটি আটক করা হয়েছে এবং চালককে আটকের প্রক্রিয়া চলছে।
মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি আরো জানান।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৩ মার্চ ২০১৮/ লিটন