স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দক্ষিন চাচিতারা গ্রাম থেকে সোমবার গভীর রাতে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দক্ষিন চাচিতারা গ্রামের সাজাহান মিয়ার পুত্র সাজ্জাদ হোসেন স্বাধীন (২২), বোরহান উদ্দিনের পুত্র সজিব হোসেন (১৮), মৃত ছিদ্দিক হোসেনের পুত্র মুকুল হোসেন ও ফজল হক এর পুত্র জহিরুল ইসলাম (২০)।
সাটুরিয়া থানার এস, আই জিয়াউর রহমান বলেন, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিঘুলিয়া ইউনিয়নের দক্ষিন চাচিতারা গ্রামের স্বাধীন এর বাড়িতে অভিযান পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এসময় সমুন নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। স্বাধীনের বাড়ীর বিভিন্ন স্থানে তল্লাসী করে ৮০ ইয়াবাসহ সেবনের উপকরনও জব্দ করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, আটক ইয়াবা ব্যবসায়ীদের জিঙ্গাসাবাদ করা হচ্ছে। আইনি পক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। এ ব্যাপারে একটি মামলা পক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।
সব খবর/ মানিকগঞ্জ/ ২২ মে ২০১৮/ লিটন