স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার ভোরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, আয়েশা বেগম (৪৮) ও তার ছেলে সোহাগ শিকদার (২৫)। তাদের বাড়ি বরিশাল জেলায়। তারা বালিয়াটি ভাটারা এলাকায় সফিকুল ইসলাম সফিকের বাড়িতে ভাড়া থাকতেন।
ডিবির অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভাটারা এলাকার সফিকের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুই হাজার পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সব খবর/ মানিকগঞ্জ/ ২৫ মে ২০১৮/ লিটন