সহজেই বন্ধ করুন পেনড্রাইভ দিয়ে ভাইরাস ছড়ানো

প্রযুক্তি ডেস্ক: কম্পিউটার ব্যবহারকারীদের কাছে আতঙ্কের নাম ভাইরাস। আমাদের আগে জানতে হবে  ভাইরাস  কিভাবে ছড়ায় । ভাইরাস আক্রান্ত পিসিতে পেনড্রাইভ লাগালে ভাইরাসটি পেনড্রাইভে তার একটা কপি তৈরি করে। আর একটা autorun.inf  ফাইল তৈরি করে দেয়। এই আক্রান্ত পেনড্রাইভটি অন্য পিসিতে লাগানোর পর এর সাথে জড়িত যেকোন “Event” ঘটলে autorun.inf  ফাইলটি  সক্রিয় হয়ে ভাইরাসটিকে Execute  করে  দেয়। তার মানে কোনভাবে এই autorun.inf ফাইলকে তৈরি হতে দেয়া না হলে, ভাইরাস পেনড্রাইভে থাকলেও Execute  করবে না।

সমাধান হল আগে থেকে আপনি আপনার পেনড্রাইভে একটা autorun.inf নামে  “ফোল্ডার” (ফাইল নয়) তৈরি করে রাখুন। তাহলেই তাকে রিপ্লেস করে আক্রান্ত পিসির ভাইরাসটি নিজস্ব autorun.inf ফাইল তৈরি করতে পারবে না।

সব খবর/ মানিকগঞ্জ/  ১৮ ফেব্রুয়ারি ২০১৮/ আসাদলিমন