সব খবরের মুখোমুখি হাড়িভাসা ইউপি চেয়ারম্যান

আমাদের ধারাবাহিক আয়োজন ‘সাক্ষাতকার’ এ এবার সব খবরের মুখোমুখি হয়েছেন পঞ্চগড় সদর উপজেলার ৭ নং হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইয়েদ নূর-ই-আলম। সব খবরের সাথে তিনি কথা বলেছেন হাড়িভাসা ইউনিয়নের বিভিন্ন বিষয় নিয়ে। সাক্ষাতকারটি গ্রহণ করেছেন সব খবরের পঞ্চগড় প্রতিনিধি মু. আবু নাঈম।

সব খবর : আপনার নাম এবং ঠিকানা সংক্ষেপে বলুন!

চেয়ারম্যান: নাম মোঃ সাইয়েদ নূর-ই-আলম আর ঠিকানা গ্রাম- ভুষিপাড়া ডাক- হাড়িভাসা থানা ও জেলা: পঞ্চগড়

সব খবর : আপনার শিক্ষা জীবন সম্পর্কে জানতে চাই।

চেয়ারম্যান: ১৯৮৮ সালে এস এস সি, ১৯৯১ সালে এইচ এস সি পাশ। পরবর্তীতে স্নাতক ও  স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছি।

সব খবর : নির্বাচিত হয়েছেন কবে, কত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, প্রতীক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এবং ভোটের ব্যবধান কত ছিল?

চেয়ারম্যান: আমাদের ইউনিয়ন সাবেক ছিটমহল সংযুক্ত হওয়ায় অন্যান্য ইউ,পি নির্বাচনের প্রায় ৬ মাস পর নির্বাচন হয়েছে। তারিখটি ছিল ২০১৬ সালের ৩১ অক্টোবর। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলাম ১০ জন। এর মধ্যে আমি অটোরিক্সা প্রতিকে ভোট পেয়েছি ২৯৯৪ টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল প্রাক্তন চেয়ারম্যান নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আবুল হোসেন। ভোটের ব্যবধান ছিল খুবই কম নৌকা প্রতিক ২৯০০ আর আমার অটোরিক্সা প্রতিক ২৯৯৪ অর্থ্যাৎ ৯৪ টি ভোটের ব্যবধানে আমি বিজয়ী হয়েছি।

সব খবর : রাজনৈতিকক অবস্থান, পদবী, কতদিন থেকে রাজনীতির সাথে যুক্ত এবং কোন দলের সাথে?

চেয়ারম্যান: আপাতত আমি কোন রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত না। তাই আমার কোন অবস্থান ও পদবী নেই।

সব খবর : পূর্বের মেয়াদে নির্বাচিত হয়েছিলেন কি না?

চেয়ারম্যান: না আমি এবারেই প্রথম নির্বাচনে অংশ গ্রহণ করেছি।

সব খবর : সাবেক চেয়ারম্যান এর কর্মকান্ড কেমন ছিল?

চেয়ারম্যান:  আমার পূর্বে চেয়ারম্যান ছিল মোঃ জসিম উদ্দিন । আমি ব্যক্তিগত ভাবে মনে করি তার কর্মকান্ড ভালোই ছিল।

সব খবর : ইতিঃপূর্বে ইউনিয়নে কেমন কাজ হয়েছে?

চেয়ারম্যান: বর্তমান প্রযুক্তির সাথে তালমিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তৎকালিন প্রযুক্তিতে যতটা হওয়ার দরকার ছিল মনে হয় ততটাই হয়েছে।

সব খবর : আপনার সময় উল্লেখযোগ্য কি কি কাজ করেছেন?

চেয়ারম্যান: আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় হাট হল হাড়িভাসা বাজার এখানে ময়লা, আবর্জনা সরানোর জন্য ক্যানেল রয়েছ যা দীর্ঘ দিন থেকে সংস্কার না করায় বর্ষা কালে বাজারে গণ মানুষের ব্যপক দুর্ভোগ হত। আলহামদুলিল্লাহ এই ক্যানেল সংস্কারের কাজ চলছে,  হাড়িভাসা-সাহেব বাজার সড়কের পাইকানী পাড়া কালভার্ট টি পূর্বের চেয়ারম্যান এর সময় থেকেই ভাঙ্গা আমি নির্বাচিত হওয়ার পরপরই মানুষের যাতায়াত সুবিধার জন্য স্থানীয়দের সহযোগীতায় (কোন বাজেট ছিলনা) স্যাঁকো স্থাপন করেছি, দেওয়ানী ও ফৌজদারী মামলার মিমাংসা অহরহ করেছি যার জন্য মানুষ উচ্চ আদালতে গিয়েও হয়রানির স্বীকার হত, আর বাল্য বিয়ে এবং মাদকের বিরুদ্ধে আমি এবং আমার ইউনিয়ন পরিষদ সোচ্চার। ইতিঃপূর্বে মাদকাশক্ত ও নেশাদ্রব্য বিক্রেতাদের আমি গ্রাম পুলিশের মাধ্যমে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছি। যা ইউনিয়ন বাসীই ভালো বলতে পারবে।

সব খবর : বাল্য বিয়ে, যৌতুক, মাদক বিরোধী কার্যক্রম কেমন হচ্ছে?

চেয়ারম্যান: আগেই বলছি বাল্য বিয়ে এবং মাদকের বিরুদ্ধে আমি এবং আমার ইউনিয়ন পরিষদ সোচ্চার। আর যৌতুক এটা মোকাবিলা বড়ই কঠিন কারণ, কেউ জানিয়ে যৌতুক প্রদান করেনা। তবে চাই আমার ইউনিয়নের প্রতিটি বিয়ে যেন যৌতুক মুক্ত হয়।

সব খবর : সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে কোন কাজ করেছেন কি?

চেয়ারম্যান: জঙ্গিবাদ, সন্ত্রাস কে কোন সচেতন মহল সমর্থন দিবেনা আমরাও দেইনি, আমরা আনুষ্ঠানিক ভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কর্মসূচী বাস্তাবায়ন করেছি।

সব খবর : কোন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মসজিদ, মন্দির ও সামাজিক সংগঠনের সাথে জড়িত কিনা?

চেয়ারম্যান: জ্বি আমি দীর্ঘদিন থেকেই শিক্ষকতা পেশায় জড়িত। আমি হাড়িভাসা দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার সহ-শিক্ষক হিসেবে আছি।

সব খবর : ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা, বিধবা ভাতা, শিশু কার্ড, ভিজিডি সুবিধা ভোগী মহিলা ও ভিজিএফ সুবিধা ভোগী কতজন?

চেয়ারম্যান: প্রতিবন্ধী ভাতা পায় ১৩৯ জন, বয়স্ক ভাতা ৬৩৯ জন, মুক্তিযোদ্ধা সংখ্যা ৬৮ জন, বিধবা ভাতা পায় ৩০১ জন, শিশু কার্ড সংখ্যা ৩১ টি, ভিজিডি সুবিধা ভোগী মহিলা ৪২২ জন, এবং ভিজিএফ সুবিধা ভোগী ৫৪৭৫ জন।

সব খবর : ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা কেমন?

চেয়ারম্যান: আলহামদুলিল্লাহ যতটুকু আছে এর মধ্যে পাকা রাস্তার পরিমাণ ৩৫ কি.মি আর কাঁচা রাস্তার পরিমাণ ২৪০ কি.মি।

সব খবর : ইউনিয়নের জন্য কি রেখে যেতে চান?

চেয়ারম্যান: আমি চাই পঞ্চগড় জেলার মধ্যে মডেল ইউনিয়ন হবে ৭ নং হাড়িভাসা ইউনিয়ন। রেখে যেতে চাই ভালো কিছু, পরবর্তী চেয়ারম্যান এবং ইউনিয়নবাসী যেন আমার এই ভালো টাকে মনে রাখে।

সব খবর : আপনাকে অসংখ্য ধন্যবাদ সব খবরকে সময় দেওয়ার জন্য। সব খবরের পক্ষ থেকে আপনার সাফল্য কামনা করছি।

সব খবর/ পঞ্চগড়/ ২৮ ফেব্রুয়ারি ২০১৮/ লিটন