পার্থ হাসান, পাবনা : পাবনার আটঘড়িয়া উপজেলার ত্রিমহনী গ্রামে মোঃ রেজাউল খান (৫০) নামে এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বাড়ির পাশের কলাবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রেজাউল খান ওই গ্রামের তোফাজ্জল খানের বড় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কাউকে কিছু না বলে রেজাউল বাড়ি থেকে বের হয়ে যান। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির কাছের একটি কলাবাগানে তার মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, পেশায় কৃষক রেজাউল দেশের বিভিন্নস্থানে ধান কাটার কাজে যেতেন। তার সাথে আরোও কয়েকজন কৃষক একসাথে কাজ করতো। তাদের ধারনা ধান কাটার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে এই হত্যাকান্ড ঘটতে পারে।
সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরবিন্দ্র কুমার সরকার সব খবরকে জানান, রেজাউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অল্প সময়ের মধ্যেই হত্যাকান্ডের কারণ জানা যাবে। এবিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
সব খবর/ পাবনা/ ১০ মে ২০১৮/ লিটন