কোরবান আলী, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা আওয়ামীলীগে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ ও মহড়ার পর একটি বেসরকারী টিভিতে পৌর মেয়র কর্তৃক স্থানীয় এমপির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থির সৃষ্টি হয়েছে। ফলে ঝিনাইদহের শৈলকুপা পৌর আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় পৌরসভার চেয়ারম্যান কাজী আশরাফুল আজমের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে চিঠি দেওয়া হয়েছে।
দেশের একটি বেসরকারী টিভি চ্যানেলে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের বিরুদ্ধে বিদ্বেষপুর্ণ বক্তব্য প্রদান করায় বৃহস্পতিবার কারণ দর্শানোর এই চিঠি দেওয়া হয়।
শৈলকুপা থানা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা ও সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাবদানে ব্যর্থ হলে আশরাফুল আজমকে দল থেকে বহিস্কার করা হবে।
চিঠিতে বলা হয়েছে, গত ১ এপ্রিল ডিবিসি নামে একটি টিভি চ্যানেলে শৈলকুপা পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আশরাফুল আজম শৃংখলা বিরোধী অসত্য বক্তব্য দেন। এতে সারা দেশে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রভাব পড়েছে। তাই কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে না তা চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে চিঠিতে বহিস্কারের বিষয়টি উল্লেখ করা হয়।
চিঠি পাওয়ার কথা স্বীকার করে শৈলকুপা পৌর আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় পৌরসভার চেয়ারম্যান কাজী আশরাফুল আজম বলেন, আমি বেসরকারী টিভিতে যে বক্তব্য দিয়েছি তা সত্য। এক বিন্দু মিথ্যা বলিনি। স্থানীয় এমপি আব্দুল হাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভক্তিমুলক ভোট করেছেন। আর এটা প্রমান হলে তার এমপি পদ থাকবে না। এই জন্য আমার বিরুদ্ধে কারণ দর্শানোর চিঠি ইস্যু করেছেন।
তিনি বলেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বক্তব্য তদন্ত করে দেখুক আমি মিথ্যা বলেছি কিনা। আমি ঢাকায় যাচ্ছি নেতাদের কাছে। সেখান থেকে এসে আমি চিঠির জবাব দেব।
শৈলকুপা থানা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা জানান, চিঠির জবাব আসার পর আমাদের মতামত কেন্দ্রকে জানাবো।
সব খবর/ ঝিনাইদহ/ ১৯ এপ্রিল ২০১৮/ লিটন