শিশু নূর হত্যার দায়ে এক আসামীর মৃত্যুদণ্ড

পার্থ হাসান, পাবনা : দীর্ঘ চার বছর আইনী লড়াই শেষে পাবনার চাটমোহরের শিশু আবদুল্লাহ আল নুর অপহরণ ও হত্যার দায়ে একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অপর তিন আসামীকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে সোহেল বিশ্বাসের মৃত্যুদন্ড এবং আব্দুস সামাদের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয় বলে জানান আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার বেলা সাড়ে ১২ টায় আদালতে উপস্থিত হয়ে রায়ের সারাংশ পাঠ করেন এবং দুপুর দেড়টার দিকে চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২৫ জুন বেলা ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছোট শালিখা নতুন বাজার এলাকার আবুল হোসেনের চার বছরের শিশু নুরকে অপহরণ করে হত্যার পর লাশ টুকরো করা হয়। এ ঘটনায় ওই দিন রাতেই আবুল হোসেন পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে পাবনা আদালত থেকে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

এদিকে,রায় ঘোষণা পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামলার বাদী আবুল হোসেন সোহেল বিশ্বাসের স্ত্রী আজিজা আক্তার রূপা’র সাজা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

অপরদিকে আসামী পক্ষের আইনজীবিগণ রায় প্রত্যাখ্যান করে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা কথা জানান।

সব খবর/ পাবনা/ ২৮ জুন ২০১৮/ লিটন