স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের শিবালয়ে বাসের চাপায় টিপু সুলতান (৩৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া নামক এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। পরে বেলা ১ টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা টিপু সুলতানের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হয়। পরে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত টিপু সুলতান পিরোজপুর জেলার আব্দুস সামাদের ছেলে। তিনি আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তার আইডি নাম্বার ০৬০৩৯-৩১১২২। তিনি মোটরসাইকেল করে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য গোপালগঞ্জ যাচ্ছিলেন।
এ ঘটনায় ঘাতক বাসের চালক ও বাসটি আটক রয়েছে। টিপু সুলতানের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ইনচার্জ।
সব খবর/ মানিকগঞ্জ/ ১৭ এপ্রিল ২০১৮/ লিটন