স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের শিবালয়ে নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মুক্তাকিন ইসলাম রাফি নামে ১৩ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫ টার দিকে শিবালয় উপজেলার দিয়ারচর সাকরাইল এলাকার একটি ডুবা থেকে ওই শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে রাফির স্বজনেরা।
রাফি হরিরামপুর উপজেলার গোপিনাথপুর এলাকার মো. ইলিয়াস হোসেনের ছেলে।
আব্দুর রাজ্জাক নামে নিহত রাফির নানা বাড়ির এক প্রতিবেশী জানান, ঈদের পরে পরিবারের সদস্যদের সাথে নানা বাড়িতে বেড়াতে আসে রাফি। বাড়ির সবার অন্তরালে হাঁটতে হাঁটতে দুপুরের দিকে বাড়ির পাশের ডুবার পানিতে পড়ে যায় রাফি। অনেক খোঁজাখুঁজির পর ওই ডুবা থেকে রাফির ভাসমান মরদহে উদ্ধার করে স্বজনেরা।
সব খবর/ মানিকগঞ্জ/ ২০ জুন ২০১৮/ লিটন