রাহুল স্মৃতি ১ম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল

লোকমান হোসেন, ঝিনাইদহ : ঝিনাইদহে রাহুল স্মৃতি ১ম বিভাগ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খেলার সমাপনী অনুষ্ঠিত হয়।

এর আগে মোশাররফ হোসেন স্মৃতি সংসদ ৩০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রান করে। অপরদিকে বিসিএসপি টাইগার্স ৪৭ ওভারে ৩ উইকেটে ১১৬ রান করে। পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অধিকার ও হেড-টু-হেডে চ্যাম্পিয়ন হয় বিসিএসপি টাইগার্স।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় তৌকির হোসেন।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রপি তুলে দেওয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইসরাইল হোসেন শান্তি জোয়ার্দ্দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, এবি ব্যাংকের ম্যানেজার আব্দুল আলিম।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১৭ মার্চ এ খেলার উদ্বোধন করা হয়।

এতে জেলার ৮ টি ক্রিকেট দল অংশ নেয়।

সব খবর/ ঝিনাইদহ/ ২৩ এপ্রিল ২০১৮/ লিটন