যশোর সংবাদদাতা : যশোরের বাঘারপাড়া উপজেলায় গণপিটুনিতে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়েছেন।
বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মাঝিয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, বুধবার দিনগত রাতে মাঝিয়ালি গ্রামের জনৈক মনসুর আলী পাটোয়ারির বাড়িতে হানা দেয় ৩/৪ জনের একটি ডাকাতদল। এসময় বাড়ির লোকজনের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। পরে অজ্ঞাত ওই ডাকাত সদস্যকে এলাকাবাসী ধরে গনপিটুনি দিলে তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসীর ধাওয়ায় পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি আরো জানান।
সব খবর/ যশোর/ ১৭ মে ২০১৮/ লিটন