মোটর সাইকেলে প্রাণ গেল তিন কিশোরের

পার্থ হাসান, পাবনা : পাবনার আটঘরিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা একটার দিকে পাবনা-চাটমোহর সড়কের উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাফাত হোসেন (১৬) ও একই গ্রামের রাজু প্রামানিকের ছেলে রোহান হোসেন (১৫) এবং তপন হোসেনের ছেলে রূপক হোসেন (১৬)। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোহান মোটর সাইকেলের জন্য বেশকিছু দিন ধরে বাড়িতে জিদ করছিল। তিনদিন আগে তাকে একটি নতুন মোটর সাইকেল কিনে দেয় পরিবার। বৃহঃস্পতিবার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয় রাফাত।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, পাবনা থেকে নিশি অনন্য নামের একটি যাত্রীবাহি বাস চাটমোহরে যাচ্ছিল। পথিমধ্যে আটঘরিয়া উপজেলার উত্তরচক কেরানীর ঢাল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী রোহান ও রাফাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রূপককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পথে মারা যায় সে।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই যাত্রীবাহি বাসটি পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সব খবর/ পাবনা/ ২৪ মে ২০১৮/ লিটন