মুসলিম এইডের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জে এতিম, বিধবা, দুঃস্থ ও নিম্ম আয়ের ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ ১০ কেজি ওজনের বিভিন্ন ফিদিয়া খাদ্য সামগ্রী বিতরণ করেছে মুসলিম এইড বাংলাদেশ মানিকগঞ্জ শাখা।

শনিবার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বাবুল মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আবদুর রাজ্জাক রাজা, মুসলিম এইড-ইউকে বাংলাদেশ মানিকগঞ্জের ফিল্ড অফিসের প্রোগ্রাম ম্যানেজার তানভির এলাহী, ফাইন্যান্স ম্যানেজার মোঃ আফতাব হোসেন, ট্রেজারার মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ শাহ ওয়ালিউল্লাহসহ প্রেসক্লাবের সাংবাদিক উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, এক ডাল, এক সয়াবিন তেল, এক কেজি লবন ও দুই কেজি আলু|

সব খবর/ মানিকগঞ্জ/ ২৭ জানুয়ারি ২০১৮/ লিটন