স্টাফ রিপোর্টার : সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার ষড়যন্ত্রে থাকার অভিযোগে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো: আমিনুল ইসলাম ছাত্রদল সভাপতি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে তার শহরের বেউথা বাসা থেকে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আটক গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা জানান, সরকার বিরোধী বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছিল। যে কারনে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
সব খবর/ মানিকগঞ্জ/ ৬ মে ২০১৮/ লিটন